ইকবাল মাহমুদ (ছন্মনাম) কবি টাইপ ব্যবসায়ী। যে সকল প্রাকৃতিক অবস্থার পূর্বে অতি যুক্ত হয় যেমনঃ অতি-বৃষ্টি, অতি-রোদ্দুর, অতি-শীত এ ধরনের প্রাকৃতিক অবস্থায় তিনি গৃহবন্দী অথবা শীত নিন্দ্রা অবস্থায় থাকতে চান। কিন্তু পেটের দায়ে ও তার সংসার রক্ষায় তাকেও শীত-নিদ্রা ভাঙতেই হয়। তিনিও তার কবিতায় রেহাই চান এই নিত্য দিনের বাজারের ঝামেলা থেকে। নেই কি কোন সমাধান?
এসকল ঝামেলা ও কষ্ট থেকে রেহাই নিত্য বন্দরনগরী চট্টগ্রামে চালু হতে যাচ্ছে- অনলাইন গ্রোসারী সুপার স্টোর রসুই বাংলাদেশ। কৃষক ও খামারীর নিজস্ব উৎপাদিত রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া সতেজ তরতাজা সবজি ও মাছ উৎস থেকে সরবরাহে প্রতিজ্ঞাবদ্ধ রসুই বাংলাদেশ। আরো বিস্তারিত জানতে আমাদের facebook পেইজে একটি লাইক দিয়ে থাকুন আমাদের সাথে।
0 Comments